Saturday, November 14, 2015

তুলসী পাতা গুনাবলী

তুলসী পাতা গুনাবলী

তুলসী একটি ঔষধি গাছ তুলসী অর্থ যার তুলনা নেই, এটি সুগন্ধিযুক্ত, কটু তিক্তরস, রুচিকর এটি সর্দি, কাশি, কৃমি বায়ুনাশক এবং মুত্রকর, হজমকারক এন্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় তবে বিশেষ করে কফের প্রাধান্যে যে সব রোগ সৃষ্টি হয় সে ক্ষেত্রে তুলসী বেশ ফলদায়ক




তুলসী (ইংরেজি: holy basil, বা tulasī) (বৈজ্ঞানিক নাম: Ocimum Sanctum) একটি ঔষধিগাছ তুলসী অর্থ যার তুলনা নেই তুলসী গাছ লামিয়াসিপরিবারের অন্তর্গত একটি সুগন্ধী উদ্ভিদ[] হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবে সমাদৃত ব্রহ্মবৈবর্তপুরাণে তুলসীকে 'সীতাস্বরূপা', স্কন্দপুরাণে'লক্ষীস্বরূপা', চর্কসংহিতায় 'বিষ্ণুপ্রিয়া', ঋকবেদে 'কল্যাণী' বলে আখ্যায়িত করা হয়েছে




বর্ণনা

তুলসী একটি ঘন শাখা প্রশাখা বিমিষ্ট / ফুট উঁচু একটি চিরহরিৎ গুল্ম। এর মূল কাণ্ড কাষ্ঠল, পাতা - ইঞ্চি লম্বা হয়। পাতার কিনারা খাঁজকাটা, শাখাপ্রশাখার অগ্রভাগ হতে টি পুষ্পদণ্ড বের হয় প্রতিটি পুষ্পদণ্ডের চারদিকে ছাতার আকৃতির মত ১০-২০ টি স্তরে ফুল থাকে। প্রতিটি স্তরে ৬টি করে ছোট ফুল ফোটে। এর পাতা, ফুল ফলের একটি ঝাঁঝাল গন্ধ আছে

প্রাপ্তিস্থান

বাংলাদেশ ভারতের প্রায় সর্বত্র দেখা যায়। হিন্দুবাড়িতে বেশি দেখা যায়, পূজায় ব্যবহার হয়। ভারতে বাণিজ্যক ভাবে চাষ হয়। জুলাই আগষ্ট বা নভেম্বর ডিসেম্বর এতে মঞ্জরী দেখা দেয়

তাই জেনে নিনি তুলসীপাতার কিছু মহার্ঘ্য উপকার

সর্দি কাশিঃ

সর্দি-কাসি প্রায় প্রত্যেকটি মরসুমের খুব সাধারণ একটি অসুখ যা সবাইকে সমস্যা দেয় এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে গেলে তুলসীপাতা মিনিট চিবিয়ে রসটি গিলে নিন তাহলে এই সমস্যার হাত থেকে সহজেই সমাধান পেয়ে যাবেন


জ্বরঃ
তুলসীপাতা সবথেকে বেশি যে অসুখের হাত থেকে আপনাকে রক্ষা করবে তা হল জ্বর চায়ে তুলসীপাতা সেদ্ধ করে সেই পাণীয় যদি পান করেন, তবে ম্যালেরিয়া, ডেঙ্গু প্রভৃতি অসুখ থেকে রক্ষা পেতে পারেন আপনার পরিবারের কারুর জ্বর হলে তাকে তুলসীপাতা এবং দারুচিনি মেশানো ঠান্ডা চা পান করালে জ্বর সেরে যাবে দ্রুত
গলার ব্যাথাঃ
সামান্য গরম জলে তুলসীপাতা দিয়ে সেদ্ধ করে নিয়ে, সেই জল দিয়ে গার্গল করলে বা জল পান করলে আপনার গলার ব্যাথা দ্রুত সেরে যাবে

ত্বকের সমস্যাঃ
মাঝে মধ্যেই ত্বকের বিভিন্ন সমস্যা আপনাকে জর্জরিত করে তোলে ত্বকে বিভিন্ন মরসুমে বিভিন্ন ধ্রনের সমস্যা দেখা যায় সেই সমস্যা সমাধানের একটি সহজ অন্যতম উপায় হল তুলসীপাতার পেস্ট লাগান তুলসীপাতার পেস্ট তৈরি করে তা ত্বকে লাগালে এই সমস্যাগুলি কমে যায়
কিডনির সমস্যাঃ
তুলসীপাতা আপনার কিডনীর বেশ কিছু রোগের সমাধান করে দিতে পারে তুলসীপাতার রস প্রতিদিন একগ্লাস করে পান করলে, কিডনীতে স্টোন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে যদি কিডনীতে স্টোন জমে যায় তবে তুলসীপাতার রস টানা মাস পান করলে সেই স্টোন মূত্রের সঙ্গে বেরিয়ে যায়

লিভারের সমস্যাঃ

উচ্চ রক্তচাপ কোলেস্টেরল কমিয়ে হূৎপিণ্ডের রক্ত সরবরাহের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়

মুখের দুর্গন্ধ দুর করতে:
মুখের দুর্গন্ধ দূর করতে দিনে - বার তুলসী পাতা চেবান দাঁতের রোগে উপশমকারী বলে টুথপেস্ট তৈরিতে ব্যবহার করা হয।
হৃদরোগে:
নিয়মিত তুলসীর রস পানে হৃদরোগেও উপকার পাওয়া যায়
প্রস্রাবের জ্বালাপোড়া দূর করতে:
প্রস্রাবের জ্বালাপোড়া দূর করতে হলে তুলসী পাতার রস ২৫০ গ্রাম দুধ এবং ১৫০ গ্রাম জলের মধ্যে মিশিয়ে পান করুন তুলসি গাছের বীজও যথেষ্ট উপকারী এর বীজ শুকিয়ে মিহি করে খেলে প্রস্রাবের ইনফেকশনজনিত সমস্যা ভালো হয় পুরুষত্বহীনতা দূরীকরণে এই পাতার অবদান অপরিহার্য


খাবার রুচী বাড়াতে:
সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে রস পান করলে খাবার রুচী বাড়ে

 

(সংগৃহীত: https://www.google.com.bd/webhp?sourceid=chrome-instant&ion=1&espv=2&ie=UTF-8#q=%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B8%E0%A7%80%20%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%97%E0%A7%81%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%97%E0%A7%81%E0%A6%A3


https://bn.wikipedia.org/wiki/%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B8%E0%A7%80)


No comments:

Post a Comment