Wednesday, February 19, 2014

চা-পাতার ব্যবহার




 সৌন্দর্য্য ও রূপচর্চায় চা যে দারুনভাবে সাহায্য করতে পারে সেটা আমরা অনেকেই জানি না। এখানে রূপচর্চায় চায়ের কয়েকটি ব্যবহার আলোচনা করা গেল:


০১. চোখের নিচে ফোলা ডার্ক সার্কেল দূর করনে : ব্যবহার করা টি-বাগগুলো ফেলে দেবেন না। এগুলো চোখের নিচে ফোলা কমাতে দ্রুত এবং সহজ উপায় হিসেবে কাজ করে। টি-ব্যাগগুলো ফ্রীজে রাখুন এবং চোখ বন্ধ করে চোখের উপরে কিছুক্ষণ রাখুন । চায়ে থাকা ক্যাফেইন চোখের নিচের রক্ত নালিগুলুকে চেপে রেখে ফোলা কমিয়ে দেয় এবং কালো দাগও দূর করে ।


০২. চা একটি দারুন ময়েশ্চারাইজার : শুকনো ত্বক? তাহলে ঠান্ডা গ্রিন টি ত্বকের উপর স্প্রে করুন । এতে ত্বকে আর্দ্রতা বজায় থাকে এবং ময়লা দূর হয় । এটি ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়।


৩. চুলের উজ্জ্বলতা এবং ভলিয়ম বাড়ায় : শ্যাম্পুর মত করে চুলে ব্ল্যাক বা গ্রিন টি লাগান । ব্ল্যাক টি চুলের  যাওয়া  প্রতিরোধ করে এবং গ্রিন টি চুলের বৃদ্ধি ঘটায় । চুলে ঠান্ডা চা মাখিয়ে ১০ মিনিট রাখুন এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন ।


৪. প্পায়ের দুর্গন্ধ দূর করতে : পায়ের দুর্ঘন্ধে সবাই তো বটেই এমনকি নিজেও অতিষ্ট হয়েছেন? ফুটিয়ে ঠান্ডা করার পরে ব্ল্যাক টি-এর পানি দিয়ে পা মুছে নিন । এতে করে পায়ের ঘাম কমে যাবে এবং ব্যাকটেরিয়ারও আক্রমন কম হবে বলে ঘন্ধ কমে যাবে ।


৫. পায়ের কিংবা যেকোনো অবাঞ্চিত লোম শেভ করার পর ত্বক জ্বালা করে বা লাল হয়ে যন্ত্রণা হয় ? তাহলে শেভ করার পর ত্বকের উপর ঠান্ডা করা ব্ল্যাক টি-বাগ বুলিয়ে নিন, তাত্ক্ষণিক আরাম পাবেন ।

 

6) ঘরদোর পরিষ্কার করতে-

পরিষ্কার করতে চান ঘোলাটে বা ময়লা আয়না? একটা ব্যবহার হয়ে যাওয়া টি ব্যাগ ভালো করে ঘষুন আয়নায়। তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। কাঠের আসবাব থেকে ফাঙ্গাসের আক্রমণ কমাতে চায়ের লিকারের সাথে ভিনেগার মিশিয়ে আক্রান্ত স্থান মুছুন। মেঝে, চুলা বা সিঙ্ক থেকে চটচটে ভাব কমাতেও ব্যবহার করুন ভেজা টি ব্যাগ বা চায়ের লিকার। দাগ তোলা হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।


৬)চিকিৎসায়-

মুখে ঘা হয়েছে? চায়ের ঠাণ্ডা লিকার মাউথ ওয়াশের মতন ব্যবহার করুন কুলি করতে। নিরাময় হবে এই সমস্যা। দাঁত তোলার পর বেশী রক্তপাত ও ব্যথা হচ্ছে? ঠাণ্ডা পানিতে ভেজানো টি ব্যাগ আক্রান্ত স্থানে দিয়ে রাখুন। রক্তপাত কমবে ও ব্যথাও কম হবে।

 

৭) ত্বকের সমস্যা দূর করতে-

ব্রণের সমস্যা অনেক বেশী? রঙ চা বানাবার পর রয়ে যায়না চা পাতা? সেই পাতা জ্বাল দিয়ে হাল্কা লিকার তৈরি করে রাখুন। মুখ ধোয়ার জন্য সেই পানি ব্যবহার করুন। চাইলে নতুন চা পাতা জ্বাল দিয়েও তৈরি করতে পারেন এই লিকার। তবে চা পাতা দিবেন খুব সামান্য। ত্বকের রোদে পোড়া ভাব দূর করার জন্যে আক্রান্ত স্থানে ঠাণ্ডা চায়ের লিকার বা ভেজা টি ব্যাগ লাগান। জ্বলুনি কমবে। নিয়মিত ব্যবহারে দাগও চলে যাবে।

 

৮) গাছের সার-

চা তৈরি হয়ে যাবার পর ফেলে দেন পুরানো পাতা? কক্ষনো তা করবেন না। কেননা এই ব্যবহৃত চা পাতা ভীষণ ভালো একটা সার গাছের জন্য। ঠাণ্ডা করে যে কোনও গাছের গোঁড়ায় দিয়ে দিন, কখনো আর সার কিনতে হবে না।

(INFORMATION COLLECTED)

 

1 comment:

  1. Borgata Hotel Casino & Spa - Mapyro
    MapYRO 구미 출장마사지 Realtime driving 당진 출장샵 directions to Borgata Hotel Casino & Spa, 1 전라북도 출장샵 Borgata Way, Atlantic City, based 남양주 출장안마 on live traffic updates 경산 출장안마 and road conditions – from

    ReplyDelete