Wednesday, February 19, 2014

চা-পাতার ব্যবহার




 সৌন্দর্য্য ও রূপচর্চায় চা যে দারুনভাবে সাহায্য করতে পারে সেটা আমরা অনেকেই জানি না। এখানে রূপচর্চায় চায়ের কয়েকটি ব্যবহার আলোচনা করা গেল:


০১. চোখের নিচে ফোলা ডার্ক সার্কেল দূর করনে : ব্যবহার করা টি-বাগগুলো ফেলে দেবেন না। এগুলো চোখের নিচে ফোলা কমাতে দ্রুত এবং সহজ উপায় হিসেবে কাজ করে। টি-ব্যাগগুলো ফ্রীজে রাখুন এবং চোখ বন্ধ করে চোখের উপরে কিছুক্ষণ রাখুন । চায়ে থাকা ক্যাফেইন চোখের নিচের রক্ত নালিগুলুকে চেপে রেখে ফোলা কমিয়ে দেয় এবং কালো দাগও দূর করে ।


০২. চা একটি দারুন ময়েশ্চারাইজার : শুকনো ত্বক? তাহলে ঠান্ডা গ্রিন টি ত্বকের উপর স্প্রে করুন । এতে ত্বকে আর্দ্রতা বজায় থাকে এবং ময়লা দূর হয় । এটি ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়।


৩. চুলের উজ্জ্বলতা এবং ভলিয়ম বাড়ায় : শ্যাম্পুর মত করে চুলে ব্ল্যাক বা গ্রিন টি লাগান । ব্ল্যাক টি চুলের  যাওয়া  প্রতিরোধ করে এবং গ্রিন টি চুলের বৃদ্ধি ঘটায় । চুলে ঠান্ডা চা মাখিয়ে ১০ মিনিট রাখুন এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন ।


৪. প্পায়ের দুর্গন্ধ দূর করতে : পায়ের দুর্ঘন্ধে সবাই তো বটেই এমনকি নিজেও অতিষ্ট হয়েছেন? ফুটিয়ে ঠান্ডা করার পরে ব্ল্যাক টি-এর পানি দিয়ে পা মুছে নিন । এতে করে পায়ের ঘাম কমে যাবে এবং ব্যাকটেরিয়ারও আক্রমন কম হবে বলে ঘন্ধ কমে যাবে ।


৫. পায়ের কিংবা যেকোনো অবাঞ্চিত লোম শেভ করার পর ত্বক জ্বালা করে বা লাল হয়ে যন্ত্রণা হয় ? তাহলে শেভ করার পর ত্বকের উপর ঠান্ডা করা ব্ল্যাক টি-বাগ বুলিয়ে নিন, তাত্ক্ষণিক আরাম পাবেন ।

 

6) ঘরদোর পরিষ্কার করতে-

পরিষ্কার করতে চান ঘোলাটে বা ময়লা আয়না? একটা ব্যবহার হয়ে যাওয়া টি ব্যাগ ভালো করে ঘষুন আয়নায়। তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। কাঠের আসবাব থেকে ফাঙ্গাসের আক্রমণ কমাতে চায়ের লিকারের সাথে ভিনেগার মিশিয়ে আক্রান্ত স্থান মুছুন। মেঝে, চুলা বা সিঙ্ক থেকে চটচটে ভাব কমাতেও ব্যবহার করুন ভেজা টি ব্যাগ বা চায়ের লিকার। দাগ তোলা হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।


৬)চিকিৎসায়-

মুখে ঘা হয়েছে? চায়ের ঠাণ্ডা লিকার মাউথ ওয়াশের মতন ব্যবহার করুন কুলি করতে। নিরাময় হবে এই সমস্যা। দাঁত তোলার পর বেশী রক্তপাত ও ব্যথা হচ্ছে? ঠাণ্ডা পানিতে ভেজানো টি ব্যাগ আক্রান্ত স্থানে দিয়ে রাখুন। রক্তপাত কমবে ও ব্যথাও কম হবে।

 

৭) ত্বকের সমস্যা দূর করতে-

ব্রণের সমস্যা অনেক বেশী? রঙ চা বানাবার পর রয়ে যায়না চা পাতা? সেই পাতা জ্বাল দিয়ে হাল্কা লিকার তৈরি করে রাখুন। মুখ ধোয়ার জন্য সেই পানি ব্যবহার করুন। চাইলে নতুন চা পাতা জ্বাল দিয়েও তৈরি করতে পারেন এই লিকার। তবে চা পাতা দিবেন খুব সামান্য। ত্বকের রোদে পোড়া ভাব দূর করার জন্যে আক্রান্ত স্থানে ঠাণ্ডা চায়ের লিকার বা ভেজা টি ব্যাগ লাগান। জ্বলুনি কমবে। নিয়মিত ব্যবহারে দাগও চলে যাবে।

 

৮) গাছের সার-

চা তৈরি হয়ে যাবার পর ফেলে দেন পুরানো পাতা? কক্ষনো তা করবেন না। কেননা এই ব্যবহৃত চা পাতা ভীষণ ভালো একটা সার গাছের জন্য। ঠাণ্ডা করে যে কোনও গাছের গোঁড়ায় দিয়ে দিন, কখনো আর সার কিনতে হবে না।

(INFORMATION COLLECTED)

 

Tuesday, February 18, 2014

গজনী অবকাশ কেন্দ্র

Sherpur is a district in central Bangladesh. It is a part of the Dhaka Division. Sherpur city is located about 198 km north of Dhaka which is the capital of the country

 গজনী অবকাশ কেন্দ্রের মানচিত্র:


গজনী অবকাশ কেন্দ্রের বিভিন্ন ছবি:

প্রবেশ পথ

স্মৃতি স্তম্ভ:

প্রবেশ পথ

চা-পানের স্থান

াাাাা














যমুনা রিসোর্ট, Tangail




যমুনা রিসোর্ট


যমুনা রিসোর্ট ব্যক্তি মালিকানায় ২০০২ সাল যাত্রা শুরু করে। বঙ্গবন্ধু বহুমুখী যমুনা সেতুর নিকটবর্তী যমুনা নদীর কোল ঘেঁষে পূর্ব পাশে এই রিসোর্ট প্রতিষ্ঠিত 

প্রধান কার্যালয়ের অবস্থান 
কারওয়ান বাজারে সিএ ভবনের পিছনে প্রগতী সেন্টারে (৭ম তলায়) যমুনা রিসোর্টের প্রধান কার্যালয় অবস্থিত
প্রধান কার্যালয়ের ঠিকানা
যমুনা রিসোর্ট লি:
প্রগতি সেন্টার, ৭ম তলা
২০-২১ কারওয়ান বাজার
ফোন: ৮১৪২৯৭১-
www.jamunaresortbd.com

যমুনা রিসোর্ট প্রবেশ গেট
প্রবেশ ফি-60-80টাকা





অভ্যন্তরীণ


অভ্যন্তরীণ সুবিধা খরচ:

  • রিসোর্টের ভেতরে সুইমিংপুল, জিম, হেলথ ক্লাব, বেকারী, সুভ্যেনির শপ, ফরেন মানি এক্সচেঞ্জ এবং ইনডোর আউটডোর গেমসের ব্যবস্থা রয়েছে। 
  • সুইমিং পুলের খরচ জনপ্রতি ৩০০ টাকা
  • জিমের খরচ জনপ্রতি ২০০ টাকা
  • হেলথ ক্লাবের খরচ জনপ্রতি ১০০ টাকা
  • আউটডোরে ফুটবল, ক্রিকেট এবং ইনডোরে ব্যাডমিন্টন, হকি, দাবা খেলার সুবিধা রয়েছে

 রুম


 


 রুমগুলোর সুবিধা এবং খরচ
  • রুমগুলো এসি, টিভি, ইন্টারকম টেলিকম সুবিধা, ফ্রিজ, লার্জ বাথ এন্ড ট্যব, হট কুল পানি, প্রত্যেক বাথরুমে ফুট কটেজ দেওয়া হয়
রুমের ধরন
এসি /
নন-এসি
সুবিধা
ভাড়া
(টাকা)
ডিলাক্স
এসি
টুইন বেড, টিভি, ফ্রিজ, ডাইনিং টেবিল
,০০০/-
এক্সিকিউটিভ সুইট
এসি
ডাবল বেডরুম, এটার্চ বাথরুম, ঠান্ডা গরম পানির ব্যবস্থা, টিভি
,০০০/-
রয়েল সুইট
এসি
লাক্সারী বেডরুম, ঠান্ডা গরম পানি সুবিধা
,০০০/-
ইম্পেরিয়াল সুইট
এসি
দুইট লাক্সারী বেড, ঠান্ডা গরম পানি সুবিধা, রঙ্গিন টিভি
,০০০/-
বেডরুম কটেজ
এসি
বড় বেডরুম, কালার টিভি, ডাবল সিঙ্গেল বেড, ঠান্ডা গরম পানি সুবিধা
,০০০/-
বেডরুম কটেজ
এসি
কালার টিভি, প্রতি রুমের সাথে এটার্চ বাথরুম, ঠান্ড গরম পানির ব্যবস্থা
,০০০/-
এক্সট্রা বেড
এসি
রোল এওয়ে বেড
৬০০/-
ডরমিটরি
এসি
রিভার্স একোমডেশন (প্রতি বেড)
৪০০/-

 উৎসব প্যাকেজ
  • রিসোর্ট কর্তৃপক্ষ ঈদ, পহেলা বৈশাখ, ইংরেজী বর্ষবরণ থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। প্যাকেজ খরচ নিম্নরুপ
প্যাকেজের নাম
সংখ্যা
খরচ
ঈদ
জন
,০০০/-
জন
,০০০/-
১৫ জন
৬০,০০০/-
১লা বৈশাখ
জন
,০০০/-
জন
৩২,০০০/-
থার্টি ফাস্ট নাইট
জন
,০০০/-
১০ জন
৪০,০০০/-


বুকিং পদ্ধতি
  • রুম বুকিং এবং অগ্রীম রিজার্ভেশনে স্বদেশী বিদেশীদের ক্ষেত্রে একই নিয়ম
  • হেড অফিস থেকে রিসোর্টের রুম বুকিং দিতে হয়
  • শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বেশী ভিড় থাকে
  • এসময় বুকিং অগ্রীম রিজার্ভেশন দিতে হয় ১৫ দিন আগে
রুমগুলো
  • রুম সংখ্যা ১১০ টি,
  • রুমগুলো স্যুট বা কটেজ স্টার ক্যাটাগরী ফ্লোরভিত্তিক সুযোগ সুবিধা রয়েছে
  • প্রতিটি রুম এবং হলরুম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। 
রেষ্টুরেন্ট
  • রিসোর্টের ভিতরে রেষ্টুরেন্টে ১৫০ জন ধারণক্ষমতা
  • এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ ডিনারে বুফের ব্যবস্থা রয়েছে। 
  • বুফে লাঞ্চের জন্য জনপ্রতি ৫০০ টাকা এবং বুফে ডিনারের জন্য জনপ্রতি ৫৫০ টাকা প্রদান করতে হয়।  
কর্পোরেট ব্যবস্থা খরচ
  • পিকনিক, ডিজে পার্টি, গেট টুগেদার, অফিসিয়াল অনুষ্ঠান করার ব্যবস্থা রয়েছে
  • সর্বনিম্ন ৫০ জন থেকে সর্বোচ্চ ৫০০ জনের যেকোন ধরণের অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা রয়েছে। 
  • আয়োজকরা ইচ্ছে করলে নিজেরা বা রিসোর্ট কর্তৃপক্ষকে বললে তারাও ডিজে পার্টির সকল আয়োজন করে থাকে
  • আলাদা রান্না করার ব্যবস্থা রয়েছে
জন
খরচ
৫০ জন
,৫০,০০০/-
১০০ জন
,০০,০০০/-
২০০ জন
,০০,০০০/-
৩০০ জন
,০০,০০০/-
৪০০ জন
১২,০০,০০০/-

 হলরুম



হলরুম
  • এখানে হলরুমের সংখ্যা টি
  • হলগুলো হলো – () যমুনা হল () ব্রহ্মপুত্র হল
  • যমুনা হলরুমের ধারণক্ষমতা ২০০ জন এবং ব্রহ্মপুত্র হলরুমের ধারণক্ষমতা ১৫০ জন
  • ভাড়ার হার যমুনা হল ৫০ হাজার টাকা এবং ব্রহ্মপুত্র হল ৩০ হাজার টাকা
  • বুকিং এর জন্য ৮০% অগ্রীম প্রদান করতে হয়। শুধুমাত্র শীতকালে খালি থাকা সাপেক্ষে বুকিং নেওয়া হয়
বিল পরিশোধ
  • ক্যাশ, ক্রেডিট কার্ড, এবং চেকের মাধ্যমে সকল বিল পরিশোধ করা যায়
  • ক্যাশের ক্ষেত্রে ডলার, ইউরো, পাউন্ড, রিয়াল টাকা এবং কার্ডের ক্ষেত্রে ভিসা কার্ড, মাষ্টার কার্ড এবং দেশের সকল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রহণ করা হয়

 নৌ-ভ্রমণ


 নৌ-ভ্রমণ খরচ
যানবাহন
সময়
জন
খরচ
স্পিডবোট
ঘন্টা
জন
,০০০/-
লাইফ বোট
ঘন্টা
জন
১০০/-

 বিবিধ
  • বিদ্যুৎ ব্যবস্থা: সরকারী নিজস্ব জেনারেটর ব্যবস্থা আছে
  • ফ্লোর ভিত্তিক ফায়ার এক্সিটের ব্যবস্থা রয়েছে
  • অগ্নি নির্বাপনের যথেষ্ট সরঞ্জাম রয়েছে
  • সাইট সিইং এর ব্যবস্থা আছে
  • রিসোর্টর নিকটে যমুনা শপ নামে বুটিক শপ দোকান রয়েছে