Wednesday, November 27, 2013

কৃষ্ণ করলে লীলা-খেলা, আমি করলে দোষী।


কৃষ্ণ করলে লীলা-খেলা, আমি করলে দোষী।

  একটি খুধার্ত বাগ যখন আহার সন্ধানে ঘুড়ে বেড়ায় এবং তার কাক্ষিত  আহার কোন হরিণ শাবক শিকার করে তখন আমরা হ্রদয়বান মানুষ বাগের হিংস্রতাকে তীব্র নিন্দা ও ঘৃনার চোখে দেখি। আর হরিণ শাবকের জন্য দরদ ও ভালবাসা  প্রকাশ করি, করাটাও স্বাভাবিক। এই ভালবাসা প্রদর্শনের বিপরীতে খুধার্ত বাগের যন্ত্রনা উপলব্ধি করি না। 


 খুধার্ত বাগের যন্ত্রনা 
 
এবার আমরা যাবা হরিণ শাবকের প্রতি ভালবাসা প্রদর্শন করেছিল। ঠিক তারাই যখন উক্ত হরিণ শিকার করে বন্ধু মহলকে নিয়ে বিভিন্ন আনন্দের সাথে আহার করে। তখন কোথায় থাকে হরিণ শাবকের প্রতি ভালসাবা?

তাই এখানে সৃষ্টিকর্তা যে বিধান চালু করে দিয়েছেন বাঘ তার আহারের ব্যবস্থা হরিণের মাধ্যমে সমাধান করেছেন। ঠিক তেমনি মানুষের জন্য ও তেমনি আহারের ব্যবস্থা করেছেন।

................................................চলবে।